চতুর্থ দফা ইউপি নির্বাচন
মিঠাপুকুরে চেয়ারম্যান পদে ৩ নারী প্রার্থী ভোট পেয়েছেন ৪৮টি
মোঃ শামীম আখতার, উপজেলা প্রতিনিধি, মিঠাপুকুর (রংপুর) : রংপুরের মিঠাপুকুরে চতুর্থ দফায় ১০ ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৩ জন নারী চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। ৩ জন মিলেই মোট ভোট পেয়েছেন ৪৮টি।
উপজেলা নির্বাচন অফিস সুত্রে জানা যায়, গোপালপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে মোট প্রার্থী ছিলেন ৯ জন। এরমধ্যে নাসরীন আক্তার চশমা প্রতীক নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। তিনি ভোট পেয়েছেন ১০টি। ওই ইউনিয়নে মোট ভোট ১৫ হাজার ৯শ ৮৭। বড়বালা ইউনিয়নে চশমা প্রতীকে নিয়ে চেয়ারম্যান পদে প্রতিন্দন্দ্বিতা করেছেন রোকসানা বেগম। তিনি মোট ভোট পেয়েছেন ১০টি। ওই ইউনিয়নে চেয়ারম্যান পদে ৭ জন প্রতিন্দন্দ্বিতা করেন। মোট ভোট ১৫ হাজার ১শ ৭৪। মিলনপুর ইউনিয়নে ৬ জন চেয়ারম্যান প্রার্থীর মধ্যে ঘোড়া প্রতীক নিয়ে ২৮ ভোট পেয়েছেন ফেরদৌসি বেগম। ওই ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ১৫হাজার ৫শ ৯৯টি। চেয়ারম্যান পদে ৩ জন নারী প্রার্থীর ভোটের অংক দেখে অনেকে হতভাগ হয়েছেন। উপজেলা নির্বাচন অফিসার রেজাউল কবীর বলেন, চতুর্থ দফা নির্বাচনে ৩ জন নারী চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচনের ফলাফলে ৩ জনই জামানত হারিয়েছেন।
মন্তব্য চালু নেই