মিঠাপুকুরে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ প্রার্থীরা জয়ী

মো: শামীম আখতার, উপজেলা প্রতিনিধি, মিঠাপুকুর (রংপুর) : রংপুরের মিঠাপুকুরে ১০ ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়মীলীগ প্রার্থীরা জয়ী হয়েছেন। খোড়াগাছ ইউনিয়নে ৯হাজার ৬শ ৩০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন আসাদুজ্জামান, তার নিকটতম প্রতিদ্বন্দী আব্দুল বারী লাঙ্গল প্রতীক নিয়ে পেছেন ৪ হাজার ৫শ ১৬ ভোট। রাণীপুকুরে ১২ হাজার ৭শ ৫০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন শফিকুল ইসলাম রাঙ্গা, তার নিকটতম প্রতিদ্বন্দী প্রার্থী সিদ্দিক হোসেন লাঙ্গল প্রতীক নিয়ে পেয়েছেন ৩হাজার ৭শ ৪০ ভোট। ভাংনীতে ৯হাজার ৯শ ৮০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন কামরুজ্জামান কামরু, তার নিকটতম প্রতিদ্বন্দী মাহাবুবার রহমান চশমা প্রতীক নিয়ে পেয়েছেন ৫ হাজার ৮শ ৬ ভোট। বালারহাটে ৯হাজার ৫শ ৮৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মুক্তিযোদ্ধা আব্দুল কুদ্দুস, তার নিকটতম প্রতিদ্বন্দী আবু তৈয়ব মন্ডল মোটর সাইকেল প্রতীক নিয়ে পেয়েছেন ২হাজার ৮শ ভোট। চেংমারীতে ১১হাজার ৫শ ৩৫ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন রেজাউল কবীর টুটুল, তার নিকটতম প্রতিদ্বন্দী রাশেদুল ইসলাম মোটর সাইকেল প্রতীক নিয়ে পেয়েছেন ৩হাজার ৫শ ১৭ ভোট। ময়েনপুরে ৬হাজার ৬শ ২০ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মাহাবুবুল আলম, তার নিকটতম প্রতিদ্বন্দী মোকছেদুল আলম সরকার ঘোড়া প্রতীক নিয়ে পেয়েছেন ৪ হাজার ৪শ ৫৭ ভোট। বালুয়া মাসিমপুরে ৪ হাজার ২শ ২৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন ময়নুল হক, তার নিকটতম প্রতিদ্বন্দী শামছুল আলম ঘোড়া প্রতীক নিয়ে পেয়েছেন ২হাজার ৪৮ ভোট। বড়বালায় ৭হাজার ৩শ ৩১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন সাহেব সরকার, তার নিকটতম প্রতিদ্বন্দী গোলাম রব্বানী আনারস প্রতীক নিয়ে পেয়েছেন ৩হাজার ৫শ ভোট। মিলনপুরে ৬হাজার ৮শ ২২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন আব্দুল হালিম চৌধুরী, তার নিকটতম প্রতিদ্বন্দী মোদাচ্ছির হোসেন মোটর সাইকেল প্রতীক নিয়ে পেয়েছেন ৫হাজার ৯শ ৩২ ভোট ও গোপালপুরে ৭হাজার ৩শ ৮৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন আমিরুল ইসলাম দিলিপ, তার নিকটতম প্রতিদ্বন্দী হারুন-অর-রশিদ ঘোড়া প্রতীক নিয়ে পেয়েছেন ৪ হাজার ৬শ ২ ভোট।
উপজেলা নির্বাচন অফিস ও বিভিন্ন সুত্র থেকে এই তথ্য পাওয়া গেছে।



মন্তব্য চালু নেই