মিঠাপুকুরে গভীর নলকুপের ঘর থেকে ৫০০ লিটার চোলাইমদ উদ্ধার

মো: শামীম আখতার, উপজেলা প্রতিনিধি, মিঠাপুকুর (রংপুর) : রংপুরের মিঠাপুকুরে গভীর নলকুপের ঘর থেকে ৫০০ লিটার চোলাইমদ উদ্ধার করেছে পুলিশ। এসময় ব্যবসায়ি ও গভীর নলকুপের কাউকে পাওয়া য়ায়নি।

শুক্রবার বিকেলে রাণীপুকুর ইউনিয়নের নুরপুর গ্রামের একটি অগভীর নলকুপ থেকে চালাইমদগুলো উদ্ধার করা হয়।

মিঠাপুকুর থানা অফিসার ইনাচার্জ (ওসি) হুমায়ুন কবীর জানান, রাণীপুকুর ইউনিয়নের নুরপুর গ্রামের একটি গভীর নলকুপের ঘরে চোলাইমদ আছে-এমন সংবাদ পাওয়া যায়। সংবাদটি শোনার পরেই মিঠাপুকুর থানা উপ-পরিদর্শক (এসআই) হুমায়ুন কবীরকে ঘটনাস্থলে পাঠানো হয়। এসময় ওই ঘর থেকে ৪ ড্রাম চোলাইমদ উদ্ধার করেন তিনি। চোলাইমদগুলো প্রায় ৫০০ লিটার হবে বলে ওসি হুমায়ুন কবীর আরো জানান।

এলাকাবাসির জানায়, একটি চোলাইমদ তৈরীর চক্র দির্ঘদিন ধরে রাণীপুকুর এলাকার প্রভাব বিস্তার করে আসছে। তারা চোলাইমদগুলো তৈরীর পর সেগুলো ওই এলাকার প্রভাবশালীদের মাধ্যমে বিভিন্ন এলাকায় বিক্রি করতো। রাণীপুকুর এলাকার অনেকে জানান, ওই এলাকার আনিছ, হাশমত ও মুন্নাসহ ৫/৭ জন চোলাইমদ প্রস্তুতকারক ও ব্যবসায়ী।



মন্তব্য চালু নেই