ঈদে কেনাটাকার ধুম
মিঠাপুকুরে কাপড় ও কসমেটিকস ব্যবসায়ীদের ব্যস্ত সময়
ঈদ উপলক্ষে কেটাকাটার ধুম পড়েছে রংপুরের মিঠাপুকুর উপজেলার বিভিন্ন হাট-বাজারে। কাপড় ও কসমেটিকস ব্যবসায়ীরা পার করছেন ব্যস্ত সময়। প্রতিটি কাপড় ও কসমেটিকস ব্যবসায়ীদের এখন যেন দম ফেলার সময় নেই, তারা ব্যস্ত গ্রাহকের চাহিদামত কসমেটিকস ও নতুন ডিজাইনের পোষাক সরবরাহ করতে।
ঈদ যত ঘনিয়ে আসছে ততই যেন কেনাকাটায় ব্যাস্ত হয়ে পড়ছে ধনী, গরিবসহ সকল শ্রেনীর নারী-পুরুষ। এবারে ঈদে তরুনীদের পছন্দের তালিকায় প্রথম স্টার জলসা সিরিয়ালের “কিরনমালা” এর পরেই কটকটি, বজ্রমালা, ঝিলিক, পাখি ইত্যাদি।
বুধবার সরেজমিনে রাণীপুকুর বাজারে গিয়ে দেখা যায়, দোকানের সামনে পোজ দিয়ে দাড়িয়ে আছে এক যুবক। সে প্রতিনিয়ত বলেই চলেছে- এখানে চলছে দেশি বিদেশি কাপড়ের বিশাল সমাহার। এছাড়াও রয়েছে স্টার জলসা পরিবারের ফ্যাসন ডিজাইন। পাবেন পাখি, ঝিলিক, কটকটি, বজ্রমালা, কিরোন মালাসহ মায়া পরীর জামা। এছাড়াও পাবেন নেতাজির পাঞ্চাবীসহ অরন্য সিংহ রায় ক্যাটাগরির প্যান্ট-র্শাট।
উপজেলার শঠিবাড়ি, শুকুরেরহাট, রাণীপুকুরসহ বিভিন্ন হাট-বাজারে গিয়ে দেখা যায়, তরুণীদের পছন্দ মত বিভিন্ন দামের ভারতীয় সিরিয়াল খ্যাত পোষাক কিরনমালা, কটকটি, বজ্রমালা জামা ক্রয়ে ব্যস্ত। ছেলেরাও পিছিয়ে নেই নতুন মডেলের কাপড় কিনতে। এই ঈদে তাদের পছন্দের তালিকায় রয়েছে রঙ্গিন পাঞ্জাবি, বিভিন্ন স্টাইলের টি-শার্ট, জিন্স প্যান্ট। অনেক তরুণ-তরুণীরা তাদের কাপড়ের সঙ্গে ম্যাচিং করে জুতা, গলার মালা, কানের দুল, হাতের ব্রেসলেট কিনছে।
রাণীপুকুর বাজারের কাপড় ব্যবসায়ী ফয়সাল আহমেদ বিপ্লব জানায়, গতবারের তুলনায় এবারে বিক্রি মোটামুটি ভালই হচ্ছে।
মন্তব্য চালু নেই