মিঠাপুকুরে একমাসে একই গ্রামে ১০টি গরু চুরি ॥ এলাকায় আতঙ্ক

রংপুরের মিঠাপুকুরে গত একমাসে একই গ্রাম থেকে ১০টি গরু চুরি হওয়ার ঘটনা ঘটেছে। গরু চুরি হওয়ায় পরিবারের একমাত্র উপার্যনের উৎস হারিয়ে পথে বসেছেন কয়েকটি পরিবার। পরপর এভাবে গরু চুরির ঘটনায় ওই এলাকায় আতঙ্ক বিরাজ করছে।

জানা যায়, গত একমাসে উপজেলার পায়রাবন্দ ইউনিয়নের ইসলামপুর গ্রামের গিয়াস উদ্দিনের ২টি, আব্দুল জলিলের ২টি, আবু তাহেরের ২টি, তোফাজ্জলের ২টি ও সেকেন্দারের ২টি গরুসহ ৫টি পরিবারের মোট ১০টি গরু চুরি হয়। এ বিষয়ে তোফাজ্জলের সাথে কথা হলে তিনি জানান, অনেক কষ্টের উপার্যনে দুটি হলের গরু কিনেছিলাম। সেই গরু দিয়ে মানুষের জমি চাষ করে প্রতিদিন আয় হতো ৩’শ টাকা। তা দিয়ে কোন রকমে পরিবার পরিজন নিয়ে জীবিকা নির্বাহ করে আসছি। কিন্তু বর্তমানে উপার্যনের একমাত্র সম্বল হারিয়ে পথে বসেছে তার পরিবার।

গিয়াস উদ্দিন বলেন, যখন রাতে বৃষ্টি শুরু হয় ঠিক সেই সময় সংঘবদ্ধ চোরের সদস্যরা সুযোগ বুঝে এই চুরির ঘটনাগুলো ঘটায়। বিশেষ করে ঈদকে ঘিরে বর্তমানে চুরির ঘটনা বৃদ্ধি পেয়েছে বলে তিনি মনে করেন। এই চুরির ঘটনা থেকে পরিত্রানের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন সচেতন এলাকাবাসী।



মন্তব্য চালু নেই