মিঠাপুকুরে ইউএনও’কে প্রেসক্লাবের বিদায়ী সংবর্ধনা

রংপুরের মিঠাপুকুর উপজেলা নির্বাহি অফিসার মোহা. হারুন-অর-রশীদকে বিদায়ী সংবর্ধনা প্রদান করেছে মিঠাপুকুর প্রেসক্লাব নেতৃবৃন্দ। আজ বৃহস্পতিবার বিকেলে উপজেলা নির্বাহি অফিসারের কার্যলয়ে এ সংবর্ধনা দেওয়া হয়। এ উপলক্ষ্যে সংক্ষিপ্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন মিঠাপুকুর প্রেসক্লাবের সভাপতি হাশেম মন্ডল।

সভায় বক্তব্য রাখেন বিদায়ী উপজেলা নির্বাহি অফিসার মোহা. হারুন-অর-রশীদ, মিঠাপুকুর প্রেসক্লাবের কোষাধ্যক্ষ হাবিবুর রহমান সোনা, যুগ্ম সাধারন সম্পাদক বিপ্লব রহমান, কার্যকরি সদস্য হোসাইন সবুজ আহম্মেদ, হাফিজুর রহমান মানিক, মনিরুজ্জামান বিজয়, শামীম আখতার প্রমুখ।

এসময় মিঠাপুকুর প্রেসক্লাবের সদস্য শাহীন মন্ডল, রবী খন্দকার, বাবলুর রহমান বারী, শেখসাদী সরকারসহ সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।



মন্তব্য চালু নেই