মিঠাপুকুরে আন্তর্জাতিক জনসেবা দিবস পালন

মোঃ শামীম আখতার, উপজেলা প্রতিনিধি, মিঠাপুকুর (রংপুর)॥ রংপুরের মিঠাপুকুরে নানা কর্মসুচী’র মধ্যদিয়ে আর্ন্তজাতিক জনসেবা দিবস পালন করেছে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার দিবসটি উপলক্ষ্যে র‌্যালী ও আলোচনা সভা অনুুষ্ঠিত হয়। সকালে একটি বর্ণাঢ্য র‌্যালী উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা নির্বাহি অফিসারের কার্যালয়ে গিয়ে শেষ হয়। সেখানে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহি অফিসার মোহাম্মদ সালাহ্উদ্দিন। এসময় বক্তব্য রাখেন কৃষি অফিসার খোরশেদ আলম, প্রাণী সম্পদ অফিসার এনামুল হক, মাধ্যমিক শিক্ষা অফিসার জাহিদুল ইসলাম প্রমুখ।

অপরদিকে, দিবসটি উপলক্ষ্যে উপজেলা প্রাণী সম্পদ কার্যালয়ে ৩শ ১৪টি পবাদী পশু ও ৪শ ৩৮টি হাস-মুরগীর প্রাথমিক চিকিৎসা সেবা ও টিকা প্রদান করা হয়।

সেখানে আলোচনা সভায় সভাপতিত্ব করেন প্রাণী সম্পদ অফিসার এনামুল হক। এ সময় বক্তব্য দেন উপজেলা সিনিয়র মৎস কর্মকর্তা বরুন চন্দ্র বিশ্বাস, ভেটেনারী সার্জন জান্নাতুল ফেরদৌস প্রমুখ।



মন্তব্য চালু নেই