ডাকাতি ও হত্যার ঘটনায়

মিঠাপুকুরে আন্তঃজেলা ডাকাত দলের ৩ সদস্য গ্রেফতার ও মালামাল উদ্ধার

রংপুরের মিঠাপুকুরে ডাকাতি ও হত্যার ঘটনায় আন্তঃজেলা ডাকাত দলের ৩ সদস্য ও ডাকাতিকৃত মালামাল উদ্ধার করেছে পুলিশ।

মিঠাপুকুর থানার ওসি হুমায়ুন কবীর জানান, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার রাতে গাজীপুর জেলা থেকে তাদের গ্রেফতার করা হয়। তাদের স্বীকারোক্তি মোতাবেক রংপুরের মাহিগঞ্জ বাজারের আধুনিক গহনা ঘর থেকে ডাকাতি হওয়া স্বর্ণ উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, পীরগাছা উপজেলার রেজওয়ান, সাদুল্যাপুরের রফিক ও ময়মনসিংহ জেলার আলামিন।

উল্লেখ্য, ২০ মে বুধবার দিবাগত রাত দেড়টার দিকে ৮/১০ জনের মুখোশধারী একদল ডাকাত দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে উপজেলা সদরের কাশিপুর আগাটারী গ্রামের আজিজল ইসলামের বাড়ীতে প্রবেশ করে।

এসময় বাড়ির সদস্যদের অস্ত্রের মুখে বেঁধে ফেলে গৃহকর্তা আজিজল (৭০) কে কুপিয়ে হত্যা করে নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে পালিয়ে যায়। এ ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে ওই এলাকার ১৩ জনকে গ্রেফতার করে।



মন্তব্য চালু নেই