মিঠাপুকুরে অগ্নিকান্ডে ৪ লাখ টাকার ইফতারীর মালামাল পুড়ে ছাই

রংপুরের মিঠাপুকুরে অগ্নিকান্ডের ঘটনায় প্রায় ৪ লাখ টাকার ইফতারীর মালামাল পুড়ে ছাই হয়েছে। শনিবার রাতে শঠিবাড়ী বন্দরের পুরাতন কল্পনা হোটেলের গুদামঘরে এ অগ্নিকান্ডের ঘটনাটি ঘটে।

হোটেল মালিক জানান, বৈদ্যুতিক শর্টসার্কিট হতে আগুনের শুত্রপাত হয়। নিমিষেই আগুনের লেলিহান শিখা গুদাম ঘরের চারপাশে ছড়িয়ে পড়লে ২০ বস্তা ময়দা, ৩০ বস্তা চিনি, ১৫ বস্তা ডালসহ ৩০ হাজার টাকার মিষ্টি পুড়ে যায়। মিঠাপুকুর ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রনে আনে।

আগুন নেভানোর পরে ওই গুদামের কোন কিছুই অবশিষ্ট ছিল না। অগ্নিকান্ডের ঘটনায় প্রায় ৪ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেন হোটেল মালিক গোবিন্দ চন্দ্র মহন্ত।



মন্তব্য চালু নেই