মিঠাপুকুরে অগ্নিকান্ডের ঘটনায় পথে বসেছে ছয় পরিবার
রংপুরের মিঠাপুকুরে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনায় ৬টি পরিবারের ঘর-বাড়ি পুড়ে ছাই হয়েছে। ক্ষতিগ্রস্থ পরিবারের লোকজন বর্তমানে সবকিছু হারিয়ে খোলা আকাশের নিচে বসবাস করছে।
মঙ্গলবার রাতে লতীবপুর ইউনিয়নে এ অগ্নিকান্ডের ঘটনাটি ঘটে। আজ বুধবার উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মুশফিকুর রহমান ও লতীবপুর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব ইদ্রিস আলী মন্ডল ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
এলাকাবাসী জানায়, লতীবপুর ইউনিয়নের ইদুলপুর জোলাপাড়ায় হঠাৎ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে মুহুর্তেই আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়লে ৬টি পরিবারের টিনের ঘর-বাড়িসহ যাবতীয় মালামাল পুড়ে ছাই হয়ে যায়। অগ্নিকান্ডে প্রায় ১০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারনা করছেন ক্ষতিগ্রস্থরা।
ক্ষতিগ্রস্থরা হলেন, অনিছুর রহমান, লুৎফর রহমান, হোসেন আলী, হাফিজুর রহমান, মজিদুল ইসলাম ও আফরিন নাহার। এ অগ্নিকান্ডের ঘটনায় এলাকাবাসীর মনে নানা জল্পনা-কল্পনার সৃষ্টি হয়েছে। তবে, পূর্ব শক্রতার জের ধরে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটানো হয়েছে বলে ধারনা করছেন ক্ষতিগ্রস্থরা ।
মন্তব্য চালু নেই