মিঠাপুকুরের জামায়াত নেতা নবাবগঞ্জে গ্রেফতার

রংপুরের মিঠাপুকুর উপজেলা জামায়াতের রোকন ও নবাবগঞ্জ কুশদহ দাখিল মাদ্রাসার সুপার মাহফুজ আলম (৫০) কে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার বিকালে দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার কুশদহ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
মিঠাপুকুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) নজরুল ইসলাম জানান, জামায়াত নেতা মাহফুজ ২০১৩ সালের ২৮ ফেব্রুয়ারী দেলোয়ার হোসাইন সাইদির রায়ের দিনে মিঠাপুকুরে সহিংসতা, নাশকতা, হত্যা, অগ্নিসংযোগসহ বিভিন্ন মামলার আসামী। তার বিরুদ্ধে গ্রেফতারী পরওয়ানা আছে। তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। তিনি নবাবগঞ্জের কুশদহ দাখিল মাদ্রাসার সুপার ও মিঠাপুকুর উপজেলা জামায়াতের রোকন।
গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্সসহ ওই এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। পরে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

















মন্তব্য চালু নেই