মিজারুল কায়েসকে লন্ডন থেকে সরানো হল

নানা অভিযোগের মধ্যে মোহাম্মদ মিজারুল কায়েসকে লন্ডনে বাংলাদেশের হাইকমিশনারের দায়িত্ব থেকে সরানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার।

সাবেক এই পররাষ্ট্র সচিবকে লন্ডনে দায়িত্ব দিয়ে পাঠানোর পর দুই বছরের কম সময়ের মধ্যে তার কর্মস্থল পরিবর্তনের সিদ্ধান্ত এল।

এর মধ্যেই রাষ্ট্রীয় অর্থ খরচে লন্ডনে বাংলাদেশ হাই কমিশনের অনিয়ম, অব্যবস্থাপনা, অস্বচ্ছতা এবং মিজারুল কায়েসের ক্ষমতার অপব্যবহার ধরা পড়ে সরকারি নিরীক্ষায়।

পররাষ্ট্র মন্ত্রণালয় রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছে, মিজারুল কায়েসকে ব্রাজিলে বাংলাদেশের রাষ্ট্রদূত করে পাঠানোর সিদ্ধান্ত হয়েছে।

লন্ডনে বাংলাদেশের হাইকমিশনারের দায়িত্ব নিতে যাচ্ছেন জেনেভায় জাতিসংঘ কার্যালয়ে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি মো. আবদুল হান্নান।

জেনেভায় হান্নানের স্থলে ব্রাজিলে বর্তমান রাষ্ট্রদূত এম শামীম আহসানকে পাঠানো হচ্ছে বলে মন্ত্রণালয় জানিয়েছে।



মন্তব্য চালু নেই