মা হলেন অস্কারজয়ী অভিনেত্রী অ্যান হ্যাথাওয়ে
মা হলেন অস্কারজয়ী অভিনেত্রী অ্যান হ্যাথাওয়ে। এক পুত্র সন্তানের মা হয়েছেন বলে জানা গেছে। নবজাতকের নাম রাখা হয়েছে জোনাথান রোজব্যাঙ্কস শুলম্যান।
জানা যায়, যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে গত ২৪শে মার্চ পুত্রসন্তান ভূমিষ্ঠ করেন হ্যাথাওয়ে।তবে এতদিন এই খবর আড়ালেই রেখেছিলেন তিনি। তবে ৭ই এপ্রিল বার্তা সংস্থা এএফপিকে মা হওয়ার র্সবাদ দিয়েছেন তাঁর পিএস।
প্রসঙ্গত, ২০১২ সালে বিয়ে করেন অ্যান হ্যাথাওয়ে।২০১৩ সালে ‘ল্যঁ মিজারেবল’ ছবিতে ফ্যান্টিন চরিত্রে অভিনয়ের জন্য অস্কার পুরস্কার পান তিনি।
মন্তব্য চালু নেই