‘মা হতে চান প্রভা, কিন্তু কোনো ব্যথা সইতে রাজী নন’
মা হতে চান অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। কিন্তু এর জন্য তিনি কোনো ব্যথা সইতে রাজী নন। আজ প্রভা তার ফেসবুকে এক স্ট্যাটাসে মা হওয়ার ইচ্ছে পোষণ করেন।
ফেসবুকে প্রভা ১০ জন বলিউডের অভিনেত্রীর বিয়ের আগের গর্ভবতী হওয়ার খবরের লিংক শেয়ার করে লিখেছেন, ‘আমিও মা হতে চাই… কিন্তু কোনো ভাবেই কোনো ব্যথা পেতে চাই না।’
প্রভার এই স্ট্যাটাস ও বলিউডের ১০ তারকার বিয়ের আগেই গর্ভবতী হওয়ার ঘটনার সংবাদ শেয়ার করায় মিডিয়াতে গুঞ্জন শুরু হয়েছে। গুঞ্জন বলছে, তবে কি প্রভা কুমারী মা হতে চান?
অপূর্ব ও প্রভা ভালোবেসে বিয়ে করেছিলেন। কিন্তু প্রভা বিয়ের আগে রাজিব নামের এক ছেলের সঙ্গে প্রেমের সঙ্গে জড়িয়েছিলেন। তা নিয়ে দুর্ণাম কম রটেনি। অপূর্বর সঙ্গে প্রভার বিয়ের কিছুদিন পরে রাজিব ও প্রভার কিছু ব্যক্তিগত ভিডিও চিত্র ফাঁস হলে, অপূর্ব ডিভোর্স দেন প্রভাবে। বিচ্ছেদের পর অপূর্ব নতুন সংসার বাঁধেন নাজিয়া হাসান অদিতির সঙ্গে। এর কিছুদিন পর মাহমুদ শান্ত নামের একজনকে বিয়ে করেন প্রভা। প্রভার সেই সংসারও টেকেনি। বিচ্ছেদ হয়েছে তাদের। শোনা যায় প্রভা্ এখন নতুন সম্পর্কে জড়িয়েছেন।
মন্তব্য চালু নেই