মা হচ্ছেন কারিনা !

বলিউডের নবাব পরিবারে সুখবর এসেছে। মা হতে চলেছেন এই পরিবারের বেগম কারিনা কাপুর খান। এই বছরের শেষেই ছোট নবাব সইফ আলি খান এবং বলিউড ডিভা করিনা কাপুর খান তাদের প্রথম সন্তান প্রত্যাশা করছেন।

অনুমান করা হচ্ছে, সেই কারণেই লন্ডনে একান্তে সময় কাটাচ্ছেন সাইফ-করিনা। শুধুই ছুটি কাটাতে নয়, বলা হচ্ছে স্ত্রীর বিশেষ বিশ্রামের জন্যই লন্ডনে গিয়েছেন সাইফ।

করিনা কাপুর খান পতৌদি পরিবারে সত্যিই ছোট সদস্য আনতে চলেছেন কিনা তা নিয়ে তাদের পক্ষ থেকে এখনও সঠিকভাবে কিছু জানা যায়নি। তবে আজকাল কারিনা কাপুরকে একটু বেশিই ঢাকা পোশাকে দেখা যাচ্ছে বলে এমনটাই ধারণা করা হচ্ছে।



মন্তব্য চালু নেই