মা হওয়ার অপেক্ষায় তারা
বেশ কজন তারকা শিল্পী শিগগিরই মা হতে যাচ্ছেন। এ তালিকায় রয়েছেন বর্ষা, শ্রাবন্তী, সোহানা সাবা এবং নৃত্যশিল্পী রিয়া। অভিনেত্রী বর্ষা প্রথমবারের মত মা হতে যাচ্ছেন। আসছে ডিসেম্বর নাগাদ তিনি মা হতে পারবেন বলে জানিয়েছে ডাক্তার।
অন্যদিকে দ্বিতীয় বারের মত মা হচ্ছেন জনপ্রিয় টিভি অভিনেত্রী শ্রাবন্তী। ২০১১ সালে প্রথম কন্যা সন্তানের মা হয়েছিলেন তিনি। তার প্রথম সন্তান রায়া আমেরিকাতেই জন্ম নেয়। দ্বিতীয় সন্তানও আমেরিকাতেই হবে বলে জানা যায়।
এদিকে অভিনেত্রী সোহানা সাবাাও মা হতে যাচ্ছেন প্রথম বারের মত। অক্টোবর নাগাদ তার ঘরে নতুন আসবে বলে জানিয়ে দিয়েছেন ডাক্তার। নৃত্যশিল্পী ও অভিনেত্রী রিয়াও মা হতে যাচ্ছেন বলে যানা যায়। এই মায়েদের জন্য আওয়ারনিউজ বিডি ডটকমের পক্ষ থেকে থাকলো শুভকামনা।
মন্তব্য চালু নেই