মা শিশু স্বাস্থ্য সেবা প্রচার সপ্তাহের এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত
ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের আয়োজনে ১৪ মে সকাল ১০ টায় উপজেলা হলরূমে উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল ইসলামের সভাপতিত্বে পরিবার পরিকল্পনা মা, শিশু স্বাস্থ্য সেবা প্রচার সপ্তাহের এ্যাডভোকেসি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জাতীয় সংসদ সদস্য ঠাকুরগাঁও-৩ অধ্যাপক ইয়াসিন আলী, বিশেষ অথিতি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আইনুল হক, উপজেলা ভাইস চেয়ারম্যান মিজানুর রহমান ও মাহফুজা বেগম পুতুল, উপজেলা শিক্ষা অফিসার আফজাল হোসেন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোঃ তহিদ হাসান, প্রকল্প কর্মকর্তা জিয়াউর রহমান,
এছাড়াও উপস্থিত ছিলেন রানীশংকৈল প্রেস ক্লাব (পুরাতন) সভাপতি কুসমত আলী সম্পাদক সফিকুল ইসলাম শিল্পী ও সাংবাদিক আনোয়ার হোসেন সহ রানীশংকৈল আটটি ইউনিয়নের পরিবার পরিকল্পনার প্রায় ৫০ জন সহকারী মাঠ কর্মী। উক্ত এ্যাডভোকেসি সভার প্রতিপাদ্য বিষয় ছিল পরিবার পরিকল্পনা দীর্ঘ মেয়াদী বা স্থায়ী পদ্ধতি নিন, থাকুন ভাবনাহীন।

















মন্তব্য চালু নেই