মা-মেয়েকে আগুনে পুড়িয়ে মারল দুর্বৃত্তরা
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার ফরাসপুর গ্রামে মা-মেয়েকে পুড়িয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- মা তাসলিমা খাতুন (৪০) ও তার দেড় বছর বয়সী মেয়ে তাসমিয়া। এ ঘটনায় তাসলিমা খাতুনের স্বামী নজরুল ইসলাম ও তার অপর মেয়ে উর্মি খাতুন দগ্ধ হয়েছেন।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, রাতে দুর্বৃত্তরা পেট্রোল জাতীয় দাহ্য পদার্থ দিয়ে ঘরে আগুন লাগিয়ে পালিয়ে যায়। এতে ওই পরিবারের চারজন দগ্ধ হয়। পরে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।
সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে রাতেই মা-মেয়েকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় মঙ্গলবার সকাল ৯টার দিকে তাদের মৃত্যু হয়। দগ্ধ বাকি দুজনকে মানিকগঞ্জ মাকিকগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।
মন্তব্য চালু নেই