মা-বাবার কাছ থেকে দোয়া নিয়ে ঢাকায় ফিরলেন মুস্তাফিজ-মিরাজ

নিউজিল্যান্ড সফর শেষে মা-বাবার সঙ্গে সময় কাঁটাতে নিজ নিজ গ্রামে ছুটে যান মুস্তাফিজুর রহমান এবং মেহেদী হাসান মিরাজ। মা-বাবার কাছ থেকে দোয়া নিয়ে অবশেষে আজ আবারও ঢাকায় পা রাখলেন মুস্তাফিজ-মিরাজ।

এই কদিন বন্ধুদের নিয়ে মোস্তাফিজ আড্ডায় মাতেন। ছোটবেলার বন্ধুদের নিয়ে সময় কাটান একসঙ্গে। এত বড় তারকা তিনি। বিশ্ব তাঁকে চেনে এক নামে। তারপরও তিনি ভুলে যাননি অতীতকে।

এর আগে নিউজিল্যান্ড সিরিজ শেষে সোজা গ্রামের বাড়ি সাতক্ষীরার কালিগজ্ঞের তেঁতুলিয়ায় ছুটে যান মুস্তাফিজ। এরপর পরিবারের সঙ্গে হাসি-খুশিতে সময় কাটে তাঁর।

উল্লেখ্য, সকাল ১০টায় যশোর বিমান বন্দরে পৌঁছানোর পর সেখানে তার একসঙ্গে মেহেদী হাসান মিরাজকে নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা দেন মুস্তাফিজ।



মন্তব্য চালু নেই