মা দিবসে দুই ছেলের উদ্দেশে শাহরুখের আবেগময় টুইট
নিজের জীবন এবং অন্যান্য বিষয় নিয়ে টুইটারে নিয়মিত পোস্ট দেন বলিউডের কিং খান। এবার দুই ছেলে আরিয়ান এবং আব্রামকে উদ্দেশ করে এক আবেগতাড়িত টুইট দিয়েছেন শাহরুখ। উপলক্ষ ছিলো মা দিবস।
অনেকের মতে, এটাই শাহরুখের এ যাবতকালের সবচেয়ে অর্থপূর্ণ এবং জাদুকরী টুইট। মা দিবসে সন্তানদের উদ্দেশ্যে একজন বাবার কাছ থেকে এর চেয়ে সুন্দর টুইট আর হয় না।
টুইটে শাহরুখ লিখেছেন যে, তিনি আশা করেন যে তার সন্তানটা তার দাদার মতো হয়ে গড়ে উঠবে। টুইটের সঙ্গে তার দুই ছেলেসহ নিজের কোলাজ ছবি দিয়েছেন।
টুইটে দুই ছেলের উদ্দেশ্যে শাহরুখ লিখেছেন, হতে পারে আমি পারিনি…কিন্তু আশা করি তাদেরকে আমার বাবার মতো করে গড়ে তুলতে পারবো। তার কথা খুব মনে পড়ছে…মা দিবসের একদিন আগে। সূত্র : ডিএনএ ইন্ডিয়া
মন্তব্য চালু নেই