মা-ছেলেকে হত্যার দায়ে ২ জনের ফাঁসি

জেলার আড়াইহাজার উপজেলায় মা ও ছেলেকে হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই রায়ে আরও একজনকে ৭ বছরের কারাদণ্ড প্রদান করা হয়েছে।

নারায়ণগঞ্জ অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক মিয়াজী শহীদুল আলম চৌধুরী ১০ জনের সাক্ষী শেষে মঙ্গলবার সকালে এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- আবুল কাশেম (৫৮) ও দুলাল হোসেন (৫৫)। সাত বছরের দণ্ডপ্রাপ্ত হলেন বাবুল হোসেন (৩৫)।

রায় ঘোষণার সময়ে বাবুল অনুপস্থিত এবং দুলাল ও আবুল কাশেম উপস্থিত ছিলেন। তাদের বাড়ি আড়াহাজারের কালাপাহাড়িয়া ইউনিয়ন দড়িগাঁও এলাকায়।

আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) এম রহিম জানান, ২০১১ সালের ৫ মার্চ রাতে কালাপাহাড়িয়া ইউনিয়নের দড়িগাঁও এলাকায় পথ হারানো অজ্ঞাতপরিচয় এক নারীকে আশ্রয় দেওয়ার কথা বলে ধর্ষণ করে দুলাল ও আবুল কাশেম। তাদের সহযোগিতা করে বাবুল। ধর্ষণের পর ওই নারীকে খুন করা হয় এবং ওই নারীর সঙ্গে থাকা সাত বছরের শিশুকেও হত্যা করে পুরাতন কবরস্থান এলাকাতে লাশ দুটি গুমের চেষ্টা করা হয়। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা করে।



মন্তব্য চালু নেই