মা ও শিশুদের বিচারক রিয়াজ

স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল আরটিভির আয়োজনে চলছে মা ও শিশুর জুটি ভিত্তিক রিয়েলিটি শো ‘আরটিভি ডেটল সেরা আমি সঙ্গে মা- সিজন ৩’। অনুষ্ঠানটির এবারের পর্বে অতিথি হিসেবে থাকছেন চিত্রনায়ক রিয়াজ।

‘সেরা আমি সঙ্গে মা’ অনুষ্ঠানে সারাদেশ থেকে অডিশনে অংশ নিয়েছেন অসংখ্য মা ও শিশু। এতে বিচারক হিসেবে আছেন অভিনেত্রী শম্পা রেজা, সাবেরী আলম ও নৃত্যশিল্পী মুনমুন আহমেদ।

শিবলী জিয়ার প্রযোজনায় অনুষ্ঠানটি প্রতি শনি ও মঙ্গলবার বিকেল ৫টা ২০ মিনিটে আরটিভিতে প্রচার হচ্ছে।

riaz মা ও শিশুদের বিচারক রিয়াজ



মন্তব্য চালু নেই