মায়ের পেটে শিশু গুলিবিদ্ধ : আরো ২ আসামি গ্রেফতার

মাগুরা শহরের দোয়ারপাড় কারিগরপাড়া এলাকায় ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষে গুলি ও বোমায় মায়ের পেটে শিশু গুলিবিদ্ধ এবং একজন নিহত হওয়ার ঘটনায় দুই সহদরকে গ্রেফতার করেছে গোয়েন্দা ( ডিবি) পুলিশ।

সোমবার বিকেলে সাগর ও বাপ্পি নামে ওই দুই সহদরকে নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকা থেকে গ্রেফতার করা হয়।

তারা দুজন শহরের দোয়ারপাড় এলাকার আব্দুর রশিদের ছেলে এবং ওই মামলার ৭ ও ৮ নং আসামি। এই নিয়ে ওই মামলার প্রধান আসামি জেলা ছাত্রলীগের সহসভাপতি সেন সুমনসহ মোট ৬ জনকে গ্রেফতার করা হলো।

মামলার তদন্তকারী কর্মকর্তা মাগুরা ডিবি পুলিশের ওসি ইমাউল হক জানান, তাদেরকে আগামীকাল মঙ্গলবার আদালতে হাজির করা হবে।

উল্লেখ্য, ২৩ জুলাই শহরের দোয়ারপাড় এলাকায় ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষ হয়। এ সময় গুলিতে আহত হয়ে নিহত হন মমিন ভূঁইয়া নামে এক বৃদ্ধ। গুলিবিদ্ধ হন নাজমা বেগম ও তার গর্ভস্থ শিশু । ২৬ জুন নিহত মমিনের ছেলে রুবেল ১৬ জনের নামে হত্যাসহ বিস্ফোরকদ্রব্য আইনে মামলা দায়ের করেন।



মন্তব্য চালু নেই