মায়ানমার অভিমুখে লংমার্চের ঘোষণা ইসলামী আন্দোলনের

রোহিঙ্গা মুসলিম গণহত্যার প্রতিবাদে আগামী ১৮ ডিসেম্বর মায়ানমার অভিমুখে লংমার্চ কর্মসূচি ঘোষণা করেছে ধর্মভিত্তিক রাজনৈতিক দল ইসলামী আন্দোলন বাংলাদেশ। ঢাকাস্থ মায়ানমার দূতাবাস অভিমুখে বিক্ষোভ মিছিল থেকে মঙ্গলবার (৬ ডিসেম্বর) বেলা সাড়ে ১১ টার দিকে এ কর্মসূচি ঘোষণা করেন দলটির আমির চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম।
মায়ানমারে মুসলিম গণহত্যা বন্ধের দাবিতে মঙ্গলবার (০৬ ডিসেম্বর) বেলা পৌনে ১১টার দিকে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের সামনে থেকে দলটির হাজার হাজার নেতাকর্মী গুলশানে অবস্থিত মায়ানমার দূতাবাস অভিমুখে বিক্ষোভ মিছিলসহ স্মারকলিপি জমা দেওয়ার জন্য রওনা দেয়।মিছিলটি পল্টন মোড় হয়ে বিজয়নগর মোড়ে পৌঁছলে পুলিশ তাদের ব্যারিকেড দিয়ে আটকে দেয়। সেখানেই সংক্ষিপ্ত সমাবেশে মায়ানমার অভিমুখে লংমার্চের এ কর্মসূচি ঘোষণা করা হয়।
মন্তব্য চালু নেই