‘মাহে রমজান উপলক্ষে বাজারে এলো জনপ্রিয় ইসলামী গানের অ্যালবাম’
পবিত্র মাহে রমজান উপলক্ষে বাংলাদেশে এই প্রথম বাজারে এলো দেশসেরা শিল্পীদের কণ্ঠে বাছাইকৃত জনপ্রিয় ইসলামী গানের এম পি থ্রি।
বাজারে অন্যান্য গানের অসংখ্য এম পি থ্রি থাকলেও দেশে প্রচলিত এবং প্রচারিত হাজার হাজার গান থেকে বাছাইকৃত জনপ্রিয় গানের এম পি থ্রি এটিই প্রথম। অ্যালবামটিতে দেশে অসংখ্য জনপ্রিয় শিল্পীদের গান সন্নিবেশিত হয়েছে।
অ্যালবামটি হামদ, নাত, কাওয়ালী, দেশ গান, জীবনমুখী গান, মায়ের গান, রোজা ও ঈদের গান দিয়ে সাজানো হয়েছে। এতে দেশের সেরা শিল্পীগোষ্ঠীর দলীয় গানও স্থান পেয়েছে। অ্যালবামটি প্রযোজনা ও পরিবেশনা করেছে সুরছন্দ কালচারাল সেন্টার।
দেশের অভিজাত সিডি-ভিসিডির দোকান ও সাংস্কৃতিক সংস্থাগুলোর কাছ থেকে সংগ্রহ করা যাবে। (প্রেস বিজ্ঞপ্তি)
মন্তব্য চালু নেই