মাহীর যে ভিডিও নিয়ে অনলাইনে তোলপাড় ( ভিডিও )
বাংলাদেশের একজন জনপ্রিয় অভিনেত্রী, মাহিয়া মাহী বাংলাদেশী ফিল্ম ইন্ডাস্ট্রিতে ২০১২-এ অভিষেক হয় “ভালবাসার রং” ছবির সাথে মাহিয়া মাহী রাজশাহী বিভাগে জন্মগ্রহণ করেছেন, বর্তমানে মাহিয়া মাহী বাংলাদেশের একজন হাই প্রোফাইল অভিনেত্রী।
মাহিয়া মাহী সিনেমা অভিষেক করেন জাজ মাল্টিমিডিয়ার ছবি ভালবাসার রং ২০১২ তে, ২০১৩ সালে তিনি ৪ টি চলচ্চিত্রে অভিনয় করেন; অন্যরকম ভালবাসা, পোড়ামন, ভালবাসা আজ কাল, এবং তবুও ভালবাসা. ২০১৩ সালে মাহিয়া মাহীর পর পর তিনটি ছবি বাক্স অফিস ব্লকবাস্টার হয়. তিনি ২০১৪ সালে “অগ্নি” এবং দেশা- দা লিডার চলচ্চিত্রে অভিনয় করবেন। নায়িকা হওয়ার আগের এক ভিডিও অনলাইনে আসায় সেটা নিয়ে মাহী ভক্তরা রীতিমত উৎসুক হয়ে উঠেছেন।
https://www.youtube.com/watch?v=5XfFkj7pleY
মন্তব্য চালু নেই