মাহির পুরনো বিয়ের ছবি প্রকাশ!

তিনদিন আগে পারিবারিকভাবে সিলেটের পারভেজ মাহমুদ অপুকে বিয়ে করেন মাহি। হয়তো মাহির হাতে বিয়ের মেহেদীর আলপনা এখনো সতেজই রয়েছে। বিয়ের সেই ঘোর না কাটতেই শুক্রবার সন্ধ্যায় সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে মাহির পুরনো বিয়ের ছবি প্রকাশ হয়েছে।

একটি জাতীয় পত্রিকার বিনোদন সাংবাদিক তার ফেসবুকে ছবিগুলো প্রকাশের পর এ নিয়ে রীতিমত ভাইরাল সৃষ্টি হয়েছে। নিশ্চিত না হলেও ধারণা করা যাচ্ছে ছবিগুলো কয়েক বছর আগের। তবে আসলেই মাহি আগে বিয়ে করেছিলেন কিনা তা নিয়ে রয়েছে যথেষ্ঠ সংশয়।

ছবিগুলোতে দেখা যাচ্ছে বধু বেশে রয়েছেন মাহি। সঙ্গে রয়েছেন মাহির বহুল আলোচিত এবং কথিত সেই `দাঁত বাকা কালো ছেলে`। যার নাম শাওন। বাড়ি ময়মনসিংহে।

এ বিষয়ে ধোঁয়াশা কাটাতে কয়েকবার যোগাযোগের চেষ্টা করা হয় মাহির মোবাইলে। কিন্তু তার তা বন্ধ পাওয়া যায়।

এদিকে চলচ্চিত্রপাড়ার মানুষ এবং মাহি ভক্তদের প্রত্যাশা মাহি যেন এ বিষয়ে সঠিক উত্তর দিয়ে এই ধুম্রজাল কাটিয়ে ফেলেন। অন্যথায় বিভ্রান্ত বাড়তেই থাকবে।



মন্তব্য চালু নেই