মাহিকে ‘আপু’ ডাকলেন স্বামী অপু (দেখুন ভিডিওসহ)
বিয়ের খবরেই মাহি বলেছিলেন, বোকা-সোকা, গ্রামের সহজ-সরল যুবককে বিয়ে করতে যাচ্ছেন তিনি। সে কথা সত্যি করে সিলেটি বাসিন্দা মাহমুদ পারভেজ অপুর সঙ্গে মাহি এখন সিলেটে। এখন থেকে সেখানেই থাকবেন তিনি। একেবারেই চলচ্চিত্র থেকে বিদায় না নিলেও বছরে দু’একটা চলচ্চিত্রে অভিনয়ের প্রত্যয় ব্যক্ত করেছেন মাহি।
বিয়ের দিন সন্ধ্যায় সংবাদ সম্মেলনে মাহি এমনটাই জানিয়েছেন। কিন্তু মজার ব্যাপার হলো, এ প্রসঙ্গে বক্তব্য দিতে গিয়ে মাহির স্বামী অপু গণমাধ্যমের সামনেই মাহিকে আপনি সম্বোধন করছিলেন। শুধু তাই নয় ডাকছিলেন ‘আপু’ বলেও।
বিষয়টি তাৎক্ষণিক গণমাধ্যমকর্মীদের চোখ আড়াল করে গেলেও, সম্প্রতি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সংবাদের একটি ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়ে গেছে। ভিডিওটিতে দেখা যায়, মাহির স্বামী অপু বলছেন, আমি কোথাও নিয়ে যাইনাই, উনি-আপু যে জায়গায় আছে সেখানেই থাকবে, আপনাদের মাঝে।’
এদিকে বিয়ের পর আজ সকালে সিলেটে নিজের শ্বশুড় বাড়িতে উঠেছেন মাহি। আগামী ২৪ জুলাই তাদের বিবাহত্তের সংবর্ধণার আয়োজন করা হবে বলে জানা গেছে।
ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন
মন্তব্য চালু নেই