মাহমুদুর রহমানের তো জেলে থাকারই কথা

গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেছেন, ‘দৈনিক আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান আগেই ফ্যাসিবাদের পদধ্বনি শুনতে পেয়েছিলেন। ফ্যাসিবাদকে দেখতে পাচ্ছিলেন। সেটা তিনি পত্রিকায় লিখেছেনও। সুতরাং তার তো জেলে থাকারই কথা।’

সোমবার (১১ এপ্রিল) দুপুরে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সেমিনার হলে ‘আমার দেশ পরিবার’ আয়োজিত এক প্রতিবাদী আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

দৈনিক আমার দেশ পত্রিকা বন্ধ ও ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানের কারাবন্দিত্বের তিন বছর পূর্তি উপলক্ষে এ প্রতিবাদী সভার আয়োজন করা হয়।

ডা. জাফরুল্লাহ বলেন, ‘মাহমুদুর রহমান জেলে কেন? অবশ্য তার তো জেলে থাকারই কথা। তিনি চলমান ফ্যাসিবাদী চরিত্রকে পত্রিকাতে (আমার দেশ) লিখেছেন। দেশবাসীকে সত্যের সঙ্গে পরিচয় করাতে চেয়েছেন। এটি তার অপরাধ। এই অপরাধে তার বিরুদ্ধে মামলা দেয়া হয়েছে। তিনি জেলে রয়েছেন।’

মাহমুদুর রহমানের মুক্তি প্রসঙ্গে তিনি বলেন, ‘আজকে শুধু মাহমুদুর রহমানের মুক্তি দাবি করলে হবে না, গার্মেন্টসে কর্মরত নারী শ্রমিকদের (মুক্তির) কথাও বলতে হবে। তাদের সুযোগ-সুবিধা নিশ্চিত করার কথা বলতে হবে। তা না হলে মাহমুদুর রহমানের মুক্তি চেয়ে লাভ হবে না।’

মাদরাসা শিক্ষা প্রসঙ্গে গণস্বাস্থ্য কেন্দ্রের এ প্রতিষ্ঠাতা ট্রাস্টি বলেন, ‘মাদরাসাতে শুধু আরবি-ফারসি পড়লে হবে না। ফিকাহ, হাদিস পড়তে হবে। সঙ্গে সঙ্গে অঙ্ক-ইংরেজি-বাংলাও শিখতে হবে। জানতে হবে মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাসও।’

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি অধ্যাপক ডা. এমাজউদ্দীন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন- বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এতে বিএনপিপন্থি বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতারাও বক্তব্য রাখেন।



মন্তব্য চালু নেই