‘মাস্তিজাদে’কে সেক্স কমেডি বলায় সানি লিওনের কড়া মন্তব্য
বলিউডের অন্যতম পরিচালক মিলাপ জাভেরির ‘মাস্তিজাদে’ ছবি দিয়ে দ্বৈত চরিত্রে দর্শক মাতাতে আসছেন সানি লিওন। সঙ্গে আছেন অভিনেতা তুষার কাপুর ও বীর দাস। ছবিটির ট্রেলার মুক্তি পেয়েছে অনেকদিন আগেই। শুরু থেকেই সবার দাবি সিনেমাটি সেক্স কমেডি। তবে সম্প্রতি সিনেমাটির নায়িকা সানি ছবিটিকে অ্যাডাল্ট কমেডির খেতাব দিতে চাইছেন।
‘মাস্তিজাদে’র ট্রেলার দেখার পর অনেকেই ছবিটিকে অশ্লীল বলেছেন। অবশ্য ছবিটিকে ঘিরে নানান জল্পনা-কল্পনা ও সমালোচনা চলছে শুরু থেকেই। অনেকে তো পর্ন ছবির সঙ্গেও তুলনা করেছেন ‘মাস্তিজাদে’কে। কিন্তু এবার আর চুপ করে থাকলেন না সানি। সমস্ত সমালোচনার জবাব দিয়ে তিনি বলেন, ‘মাস্তিজাদে’ কোন সেক্স কমেডি বা পর্ন ছবি নয়। এটি একটি অ্যাডাল্ট মুভি।
এদিকে সব সমালোচনার অবসান ঘটিয়ে আগামী ২৯ জানুয়ারি মুক্তি পেতে যাচ্ছে ‘মাস্তিজাদে’।
মন্তব্য চালু নেই