মাসে ৯০ কোটি ব্যবহারকারী ফেসবুক মেসেঞ্জারে

পাঁচ বছর আগে ইনস্ট্যান্ট মেসেজিংয়ের জন্য ‘ফেসবুক মেসেঞ্জার’ চালু করেছিল ফেসবুক। বর্তমানে প্রতি মাসে বিশ্বুজড়ে ৯০ কোটি ব্যবহারকারী ফেসবুক মেসেঞ্জারে সক্রিয় আছেন। এ খবর জানিয়েছে স্মার্টফোনবিষয়ক ওয়েবসাইট ফোন এরিনা ডটকম। আর ব্যবহারকারীদের জন্য নতুন কিছু সবিধা নিয়ে আসার ঘোষণা দিয়েছে ফেসবুক মেসেঞ্জার। এর মধ্যে অন্যতম হলো শর্ট লিংক। এসব সংক্ষিপ্ত লিংককে বলা হচ্ছে মেসেঞ্জার লিংকস। যে কোনো ব্যবহারকারী তার অ্যাকাউন্টটিকে ফেসবুকের টাইমলাইনের মতো সংক্ষিপ্ত নাম দিতে পারবেন। ফেসবুক টাইমলাইনে যেমন facebook.com/username দিয়ে সংক্ষিপ্ত প্রোফাইল ঠিকানা তৈরি করা যায়, সে রকম এখন থেকে মেসেঞ্জারেও সংক্ষিপ্ত ঠিকানা তৈরি করা যাবে। আর ওই সংক্ষিপ্ত লিংকে ক্লিক করলে সরাসরি ওই ব্যবহারকারীর সঙ্গে চ্যাটবক্স ওপেন হবে। ফেসবুক যেমন বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের পেজ আছে তেমনি অনেকেই ব্যবসার কাজে মেসেঞ্জার অ্যাকাউন্ট ব্যবহার করছেন। তাদের কথা ভেবে কাজ করছেন জাকারবার্গও তাঁর দলের সদস্যরা।



মন্তব্য চালু নেই