মাশরাফির সঙ্গে জুটিবদ্ধ হলেন শ্রাবণ্য
মডেল উপস্থাপিকা শ্রাবণ্য তৌহিদা। বেশির ভাগ সময়ই উপস্থাপনা নিয়ে ব্যস্ত সময় পার করেন তিনি। এবার তারই প্রিয় ক্রিকেটারের সঙ্গে জুটিবদ্ধ হয়ে অভিনয় করলেন। তবে কোনো নাটক কিংবা চলচ্চিত্রে নয় একটি বিজ্ঞাপনের মডেল হিসেবে দেখা যাবে ক্রিকেটার মাশরাফি বিন মুর্তুজা ও শ্রাবণ্যকে।
সম্প্রতি রাজধানীর মহাখালীতে একটি রেস্টুরেন্টে বিজ্ঞাপনটির শুটিং হয়েছে। রবি ও স্যামসাংয়ের অফার নিয়ে এ বিজ্ঞাপনটিচিত্রটি নির্মাণ করেছেন মেজবাউর রহমান সুমন।
ক্রিকেট বিষয়ক অনুষ্ঠান উপস্থাপনার সময় মাশরাফি বিন মর্তুজার সঙ্গে পরিচয় হয় শ্রাবণ্যর। এবার সেই প্রিয় ক্রিকেটারকে সহশিল্পী হিসেবে পেয়ে উচ্ছ্বসিত তিনি।
মমতাজ মেহেদীর রিয়েলিটি শো ‘রঙে রাঙাতে’র সিজনটি উপস্থাপনা করছেন শ্রাবণ্য। এশিয়ান টিভিতে ডাবর ভাটিকার সৌজন্যে নতুন একটি লাইফস্টাইল শো শুরু করবেন শিগগিরই।
মন্তব্য চালু নেই