মাশরাফির যা কিছু প্রিয়
বাংলাদেশের সেরা পেসার নড়াইল এক্সপ্রেস মাশরাফি বিন মর্তুজা দেশের কোটি কোটি ক্রিকেট ভক্তদের প্রিয় ক্রিকেট তারকা। জাতীয় দলের হয়ে ২২ গজি উইকেট বহুবার বল হাতে ঝড় তুলেছেন তিনি। সেই সাথে জয় করে নিয়েছেন দেশের লক্ষ-কোটি মানুষের হৃদয়ও। দেশ সেরা ক্রিকেট তারকার নেতৃত্বেই বাংলাদেশ ক্রিকেট দল অস্ট্রেলিয়ার বিশ্বকাপে খেলবে এবার।
অর্থাৎ অস্ট্রেলিয়ার ক্রিকেট বিশ্বকাপে বাংলাদেশ দলের অধিনায়কত্ব করবেন তিনি। বিশ্বকাপে তার চোখে সেরা ক্রিকেট দল অস্ট্রেলিয়া। তবে ব্যাটিংয়ে দক্ষিণ আফ্রিকার হাশিম আমলাকেই এগিয়ে রেখেছেন তিনি। জাতীয় দলের এই ক্রিকেট তারকার জীবনে আর কী কী প্রিয়? জানতে নিশ্চয়ই মন চায়! মাশরাফির প্রিয় সব বিষয়গুলোই তুলে ধরা হলো আওয়ার নিউজের পাঠকদের জন্য-
প্রিয় খাবার: ডাল, ভাত, আলুভর্তা ও মাছ ভাজি।
প্রিয় ফুল: লাল গোলাপ।
প্রিয় বাহন: মোটরসাইকেল।
প্রিয় পোশাক: জিন্সপ্যান্ট ও টি শার্ট।
প্রিয় দেশ: বাংলাদেশ। পৃথিবীর আর কোনো দেশই তার ভালো লাগে না।
প্রিয় ক্রিকেট তারকা: শচীন টেন্ডুলকার।
প্রিয় ফুটবল তারকা: লিওনেল মেসি।
প্রিয় ফুটবল দেশ: আর্জেন্টিনা।
ক্রিকেট প্রতিপক্ষ: ভারত। এই দেশটির বিপক্ষে খেলতে সব সময়ই ভালা লাগে তার।
ভালো লাগা: মন যখন যা চায় তাই করা।
প্রিয় খেলা: ক্রিকেট।
প্রিয় নায়ক: আমিন খান।
প্রিয় নায়কা: ক্যাটরিনা।
প্রিয় শিল্পী: জেমস ও আইয়ব বাচ্চু।
প্রিয় সময়: স্কুল জীবন।
প্রিয় জায়গা: নড়াইল।
মন্তব্য চালু নেই