মাশরাফির ছাদে, চাঁদের হাটে…
গত নয় অক্টোবর ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে তিনি মাঝরাতে ভর্তি হয়েছিলেন হাসপাতালে। এরপর সেই অসুখ সাড়িয়ে ১৬ অক্টোবর, শুক্রবার বাড়ি ফিরে গেছেন; আর একই দিনে প্রায় সবাইকে চমকে দিয়ে মাশরাফি বিন মুর্তজা হাজির হয়েছিলেন মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামেও।
আর এখন বেশ ফুরফুরে মেজাজেই আছেন জাতীয় ক্রিকেট দলের এই ওয়ানডে অধিনায়ক। লটারী ভাগ্যে আগামী ২২ নভেম্বর থেকে শুরু হতে যাওয়া বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) তাকে দেখা যাবে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের নেতৃত্ব দিতে।
আর এরই মাঝে, নিজের বাসার ছাদে সতীর্থদের সাথে দারুণ কিছু সময় কাটালেন ‘নড়াইল এক্সপ্রেস’। সম্প্রতি মাশরাফির মিরপুরের বাসার ছাদে আড্ডা দিতে হাজির হন এক ঝাঁক ক্রিকেটার।
ছিলেন, মার্শাল আইয়ুব, মেহরাব হোসেন জুনিয়র, এনামুল হক জুনিয়র, আলাউদ্দিন বাবু, হুমায়ুন কবির ও মুরাদ খানের মত ক্রিকেটাররা। জাতীয় দলের হয়ে এক সময় ইনিংস উদ্বোধন করতে নামা মেহরাব সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে লিখেছেন, ‘দারুণ কিছু সময় কাটালাম মাশরাফি ভাইয়ের ছাদে।’
মন্তব্য চালু নেই