মাশরাফির অবস্থা স্থিতিশীল

আগামীকাল শনিবার জাতীয় ক্রিকেট লীগের তৃতীয় রাউন্ডে খুলনার হয়ে মাঠে নামতে চেয়েছিলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। কিন্তু তার সে ইচ্ছা আর পূর্ণ হচ্ছে না। ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে এখন রাজধানীর অ্যাপোলো হাসপাতালে সময় কাটছে তার।

তবে চিকিৎসকরা জানিয়েছেন, টাইগার অধিনায়কের শারীরিক অবস্থা এখন স্থিতিশীল। তার মেডিকেল রিপোর্টেও তেমন কিছু ধরা পড়েনি। চিকিৎসকরা সার্বক্ষণিক তার পরিচর্যা করছেন। দ্রুতই সুস্থ হয়ে উঠবেন তিনি।

মাশরাফি বিন মুর্তজা সীমিত ওভারের ক্রিকেটে জাতীয় দলের নেতৃত্ব দিলেও ২০০৯ সালের জুলাইয়ের পর থেকে আর সাদা পোশাকের ক্রিকেটে মাঠে নামেননি।



মন্তব্য চালু নেই