মাশরাফির অবসরে অবাক হননি হাথুরু
টি ২০ আন্তর্জাতিক ক্রিকেট থেকে মাশরাফি মুর্তজার অবসর নেয়ার সিদ্ধান্তে অবাক হননি চন্ডিকা হাথুরুসিংহে। বাংলাদেশ দলের কোচ বলেছেন, ‘আমি অবাক হইনি। সব ভালো খেলোয়াড় জানে কবে অবসর নিতে হয়। খেলোয়াড়রা যেমন, তেমনি কোচিং স্টাফদেরও যথেষ্ট শ্রদ্ধা রয়েছে মাশরাফির প্রতি। শ্রদ্ধা সে অর্জন করেছে। মাশরাফি হয়তো ভেবেছে যে, টি ২০-তে তার সামনে তেমন চ্যালেঞ্জ আর নেই। তার কাছে হয়তো মনে হয়েছে, অবসর নেয়ার জন্য এটাই সেরা সিরিজ।’
হাথুরু এও বলেন যে, টস করতে যাওয়ার সময় মাশরাফি অবসরের ঘোষণা দেবেন, তা ভাবেননি তিনি। তবে অবসর নেয়ার সময়টা সঠিক বলে মনে করেন হাথুরু। তার কথায়, ‘ভালো খেলোয়াড়রা জানে কখন থামতে হয়। যখন তাদের পারফরম্যান্স ভালো হয় না কিংবা সামনে আর কোনো চ্যালেঞ্জ থাকে না, তখন তারা অবসরের পথে হাঁটে।’
চ্যাম্পিয়ন্স ট্রুফিতে বাংলাদেশের লক্ষ্য সম্পর্কে হাথুরু বলেন, ‘এই টুর্নামেন্ট আমাদের জন্য একটি বিরাট চ্যালেঞ্জ। অনেকখানি তা নির্ভর করবে ইংলিশ গ্রীষ্মের ওপর। আমরা আগেভাগে যাচ্ছি নিজেদের প্রস্তুত করে তোলার জন্য। যাতে অন্য দলগুলোর মতো আমাদেরও সমান সুযোগ থাকে। চ্যাম্পিয়ন্স ট্রুফিতে আমরা কী করব, তার ভবিষ্যদ্বাণী করতে পারি না। তবে যে কোনো ম্যাচে ভালো করলে আমাদের জন্য তা হবে একটি বড় অর্জন।’ ক্রিকইনফো।
মন্তব্য চালু নেই