মাশরাফিদের বোলিং কোচ আকিব জাভেদ!

হিথ স্ট্রিক নিজেই দায়িত্ব ছাড়ার কথা বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) জানিয়ে দেয়ার পর থেকেই প্রশ্ন উঠে, কে হবেন বাংলাদেশের নতুন বোলিং কোচ? এ ব্যাপারে নিজেদের পছন্দ তালিকার কথা জানিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। যেখানে ছিলেন চম্পকা রামানায়েকে, আকিব জাভেদ, চামিন্দা ভাস ও ভেঙ্কটেশ প্রসাদ।

তবে চম্পকা রামানায়েকে বা চামিন্দা ভাস নন, বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের বোলিং কোচ হতে যাচ্ছেন পাকিস্তানের সাবেক তারকা পেসার আকিব জাভেদ। বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন এমনটাই আভাস দিয়েছেন।

রোববার বিকেলে বিসিবি কার্যালয়ে সংবাদমাধ্যমকে নাজমুল হাসান বললেন, ‘আকিব জাভেদের সঙ্গে আমরা যোগাযোগ করছি। মঙ্গলবারের মধ্যে হ্যাঁ কিংবা না একটা কিছু সিদ্ধান্ত নিতে পারবো। এর সাথে বিকল্প হিসেবে কার কার সাথে যোগাযোগ করা যায় তার একটা তালিকা তৈরি করেছি। স্পিন বোলিং কোচ নিয়েও কথা হচ্ছে।’

এর আগে, টি-টোয়েন্টি বিশ্বকাপের পরই বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের পেস বোলিং কোচ হিথ স্ট্রিকের চলে যাওয়ার গুঞ্জন শুরু হয়। তবে ওই সময় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জানিয়েছিলো জিম্বাবুয়ের সাবেক এই অধিনায়কের সাথে চুক্তি নবায়ন করবে তারা।

কিন্তু, সে সম্ভাবনা আর টিকে থাকেনি। হিথ স্ট্রিক নিজেই দায়িত্ব ছাড়ার কথা বিসিবিকে জানিয়ে দিয়েছেন। খুব শিগগিরই তিনি বোর্ড অব কনট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার (বিসিসিআই) অধীনে ভারতের ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমির পেস বোলিং কোচের দায়িত্ব নেবেন।

তাই, বাধ্য হয়েই নতুন পেস বোলিং কোচ খুঁজতে হচ্ছে বিসিবিকে। মাশরাফিদের পেস বোলিং কোচের তালিকায় শোনা গেছে বেশ কিছু নাম। তালিকায় আছেন শ্রীলঙ্কার চামিন্দা ভাস, চম্পকা রামানায়েকে, ভেঙ্কটেশ প্রসাদ, আকিব জাভেদ। পরে শোনা গেছে বাংলাদেশের সাবেক কোচ শেন জার্গেনসেন ও সাবেক উইন্ডিজ পেসার কার্টলি অ্যামব্রোসের নামও।



মন্তব্য চালু নেই