জামিন পাওয়ায় বিশ্বকাপ খেলতে বাধা নেই রুবেলের
মাশরাফিদের বিশ্বকাপে প্রস্তুতি শুরু সোমবার
অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড বিশ্বকাপে অংশ নিতে মাশরাফিদের বিশ্বকাপ প্রস্তুতি শুরু হচ্ছে সোমবার। মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সকাল ১০টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত প্রথম দিনের অনুশীলন চলবে। বিশ্বকাপ নিয়ে বাংলাদেশ দলের অনুশীলনযজ্ঞ চলবে আগামী ২২ জানুয়ারী পর্যন্ত টানা দশ দিন। এর ২দিন পরই আইসিসি ক্রিকেট বিশ্বকাপে অংশ নিতে অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে উড়াল দেবে মাশরাফি অ্যান্ড কোং।
বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান এবং ওপেনার তামিম ইকবালকে ছাড়াই স্কোয়াডে থাকা বাকিদের নিয়েই বিশ্বকাপের প্রস্তুতি পরিচালনা করবেন কোচ চন্ডিকা হাথুরুসিংহে। এমনকি সদ্য জেল থেকে ছাড়া পাওয়া জাতীয় দলের পেসার রুবেল হোসেনও অনুশীলনে যোগ দেবেন বলে নিশ্চিত করেছেন প্রধান নির্বাচক ফারুক আহমেদ।
অস্ট্রেলিয়ার টি২০ লিগ বিগ ব্যাশ খেলার জন্য অস্ট্রেলিয়াতে রয়েছেন সাকিব। আর হাঁটুর অস্ত্রোপচার এবং পুনর্বাসনের জন্য তামিম ইকবালও রয়েছেন অস্ট্রেলিয়ার মেলবোর্নে। এ কারণেই বিশ্বকাপের অনুশীলনে থাকতে পারছেন না দলের সেরা দুই ক্রিকেট তারকা। ২২ জানুয়ারি মাশরাফিরা অস্ট্রেলিয়া গেলে সেখানেই দলের সঙ্গে যোগ দেবেন সাকিব-তামিম।
বিশ্বকাপ শুরুর হতে বেশ কিছুদিন বাকি থাকলেও বাংলাদেশ দল আগামী ২৪ জানুয়ারী অস্ট্রেলিয়ার উদ্দেশ্য ঢাকা ত্যাগ করবে। অস্ট্রেলিয়ার কন্ডিশনের সাথে নিজেদের মানিয়ে নিতে আগেই অস্ট্রেলিয়া পৌঁছাবে মাশরাফিরা। বিশ্বকাপ শুরুর আগে বিসিবির অর্থেই বেশ কয়েকটি প্রস্তুতি ম্যাচ খেলার কথা রয়েছে বাংলাদেশ দলের।
বিশ্বকাপ ক্রিকেটের ১১তম আসর শুরু হবে ১৪ ফেব্রুয়ারি। তার আগে ১২ জানুয়ারীতে ঝমকালো আয়োজনের মধ্যে দিয়ে অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের দুই ভেন্যুতে অনুষ্ঠিত হবে বিশ্বকাপে উদ্বোধন। ১৪ ফেব্রুয়ারি শুরু হয়ে বিশ্বজয়ের মর্যাদার লড়াই চলবে ২৯ মার্চ পর্যন্ত।
আইসিসির বিশ্বকাপ ক্রিকেটে এবার ‘এ’ গ্রুপে খেলবে বাংলাদেশ। সেখানে মাশরাফিদের প্রতিপক্ষ ইংল্যান্ড, দুই স্বাগতিক অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড, শ্রীলংকা, আফগানিস্তান এবং স্কটল্যান্ড। ১৮ ফেব্রুয়ারি ক্যানবেরায় নিজেদের প্রথম ম্যাচে আফগানিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ।
টাইগারদের বিশ্বকাপ স্কোয়াড
তামিম ইকবাল, এনামুল হক, মুমিনুল হক, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, সাব্বির রহমান, নাসির হোসেন, মাহমুদুল্লাহ রিয়াদ, সৌম্য সরকার, মাশরাফি বিন মর্তুজা, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, আরাফাত সানি, রুবেল হোসেন ও আল আমিন হোসেন। দুই স্টান্ডবাই: শফিউল ইসলাম, অন্যজন চূড়ান্ত করা হয়নি।
মন্তব্য চালু নেই