মালয়েশিয়া বিশ্ববিদ্যালয়ের সেরা ছাত্র ঝিনাইদহের কাকন

২০০৯ সালে ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার পাইলট মাধ্যমিক বিদ্যালয় থেকে জিপিএ-৫ পেয়ে এসএসসি পাস করেন। ২০১০ সালে স্থানীয় সরকারি কেএমএইচ কলেজে পড়াশোনার সময় মালয়েশিয়া থেকে ফুল স্কলারশিপ পান।

আল বুখারি ইন্টারন্যাশনাল কলেজ থেকে এ লেভেল সম্পন্ন করার পর ওই দেশেরই বিখ্যাত তেনেগা ন্যাশনাল মালয়েশিয়া ইউনিটেনে কম্পিউটার সায়েন্সে ভর্তি হন। পরে ১৯ম সমাবর্তন অনুষ্ঠানে অন্যান্য দেশের ছাত্রছাত্রীদের পেছনে ফেলে এক বাংলাদেশি সেরা ছাত্র হওয়ার গৌরব অর্জন করেন। সে আর কেউ নয় কোটচাঁদপুর উপজেলার আব্দুল মালেক এবং রাজিয়া বেগমের ছেলে মোহাম্মদ আলী কাকন।

তিনি আরো জানান, ফ্যাকাল্টি অব কম্পিউটার সায়েন্স থেকে প্রতি সেমিস্টারেই ডিনস লিস্ট পুরস্কার পেয়ে আসছিলেন। গত ২০ আগস্ট ইউনিটেনের ভাইস চ্যান্সেলর ড. কামাল নাশরুদ্দিন তার হাতে শিক্ষা প্রতিষ্ঠানটির সেরা ছাত্রের সার্টিফিকেট তুলে দেন। বর্তমানে লন্ডনভিত্তিক একটি বায়োটেকনোলজি প্রতিষ্ঠানে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত আছেন।

কথা প্রসঙ্গে তিনি বলেন, বিদেশি অভিজ্ঞতা কাজে লাগিয়ে দেশের জন্য কাজ করে দেশকে সামনে এগিয়ে নিতে চায়।



মন্তব্য চালু নেই