মালিককে জিম্মি করে রাতভর পুকুরের মাছ লুট

মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলায় মালিক ও তাঁর পরিবারের সদস্যদের জিম্মি করে পুকুরের মাছ লুট করে নিয়ে গেছে প্রতিপক্ষের লোকজন। গতকাল শুক্রবার উপজেলার পূর্ব পাইকপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

এ ব্যাপারে আজ শনিবার টঙ্গিবাড়ী থানায় মামলা করেছেন ভুক্তভোগী মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান। পরে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

মামলায় হাবিবুর রহমান অভিযোগ করেন, শুক্রবার মধ্যরাতে প্রতিপক্ষ মহিউদ্দিনের লোকজন রাত ১২টার পর পুকুরে মৎস্য চেতনানাশক ওষুধ প্রয়োগ করে। পরে বাড়ির লোকদের জিম্মি করে রাতভর পুকুর থেকে প্রায় তিন টন মাছ নিয়ে যায়।

এ ঘটনায় রাতেই টঙ্গিবাড়ী থানায় খবর দেওয়া হয়। পুলিশ সকাল ১০টায় ঘটনাস্থলে আসে।

টঙ্গিবাড়ী থানায় উপপরিদর্শক (এসআই) শাহ আলম বলেন, এ ব্যাপারে মামলা হয়েছে। মনে হচ্ছে, এলাকার মহিউদ্দিন ও তাঁর লোকজন এ ঘটনার সঙ্গে যুক্ত। তদন্ত করে এ ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে।

পুকুরের মালিক পলাশ অভিযোগ করেন, এর আগেও এ ধরনের ঘটনা ঘটেছে। মহিউদ্দিন ও রনোর লোকজন এ ঘটনা ঘটিয়েছে।

সকালে এলাকায় গিয়ে দেখা যায়, পুকুরের আশপাশের বাসিন্দারা জাল নিয়ে পুকুরে থাকা অবশিষ্ট মাছ তুলে নিয়ে যাচ্ছে।



মন্তব্য চালু নেই