মালাগাতে ওচোয়া

তিন বছরের চুক্তিতে মালাগাতে যোগ দিয়েছেন মেক্সিকো গোলকিপার গুলিরমো ওচোয়া।

ফরাসি ক্লাব এজাসিও’র সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর ফ্রি এজেন্টে পরিণত হয়েছিলেন ব্রাজিল বিশ্বকাপের অন্যতম ‘সারপ্রাইজ প্যাকেজ’ ওচোয়া। ফলে তার দিকে হাত বাড়িয়েছিল লিভারপুল ও এসি মিলানের মতো জায়ান্টরা। কিন্তু শেষ পর্যন্ত লা লিগাতেই নাম লেখালেন ২৯ বছর বয়সী মেক্সিকান গ্লাভসম্যান।

স্প্যানিশ লিগের দল মালাগা তাদের ক্লাবের ওয়েবসাইটে এক বিবৃতিতে ঘোষণা দিয়েছে, ‘ব্রাজিল বিশ্বকাপে আলো ছড়ানো তারকাদের মধ্যে অন্যতম ওচোয়ার সঙ্গে চুক্তি করতে সব বিষয়ে একমত হয়েছে মালাগা ফুটবল ক্লাব।’

প্রসঙ্গত, মেক্সিকোর ক্লাব আমেরিকার জার্সিতে ক্যারিয়ার শুরু করেছিলেন ওচোয়া। সেখানে ৩০০ বেশি ম্যাচ খেলার পর ফরাসি লিগের দল অ্যাজাসিওতে পাড়ি জমান মেক্সিকান শট স্টপার। সেটা ২০০১ সালের ঘটনা। এরপর ২০১৪ তে এসে মালাগাতে যোগ দিলেন ওচোয়া।



মন্তব্য চালু নেই