মালদ্বীপে সালমানের সঙ্গে ছুটি কাটালেন লুলিয়া
উপলক্ষ্য, সালমানের বোন অর্পিতা খান শর্মার ছেলে আহিলের প্রথম জন্মদিনের সেলিব্রেশন। আর সেটি উদযাপন করতেই মালদ্বীপ উড়ে গিয়েছিল গোটা খান পরিবার। তবে তাঁদের সঙ্গে ছিলেন আরও একজন বিশেষ কেউ। লুলিয়া ভান্তুর।
বহুদিন ধরেই বলিউডে জল্পনা চলছিল সালমান ও লুলিয়া দু’জনেই নাকি সম্পর্কে রয়েছেন। এই ঘটনা ফের একবার সেই জল্পনাই উসকে দিল। যদিও ‘টাইগার জিন্দা হ্যায়’ ছবির ফার্স্ট লুক দেখার পর অনেকেই মনে হয়েছিল তাহলে কি ফের সলমন-ক্যাটরিনার ভাঙা সম্পর্ক জোড়া লাগছে! কারণ, সলমান নিজের টুইটার হ্যান্ডেলে ছবিটি পোস্ট করেছিলেন।
কিন্তু এই গুঞ্জনের মাঝেই মালদ্বীপে সালমানের পরিবারের সঙ্গে লুলিয়ার ছুটি কাটাতে যাওয়ায় সেই জল্পনা ভেঙে দিল। এবার অনেকেই মনে করছেন, না ক্যাটরিনা নন। রোমানিয়ান সুন্দরীই ‘ভাইজান’-এর মনে ধরেছেন।
শোনা যাচ্ছে, মালদ্বীপে একান্তেও সময় কাটিয়েছেন সলমান ও লুলিয়া। সেখানকার ছবি এবং ভিডিও নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলেও পোস্ট করেছেন লুলিয়া। একটি ভিডিও দেখা গিয়েছে, দু’জনে একসঙ্গেই কথা বলছেন। আশপাশে পরিবারের লোকজনেরাও রয়েছেন। হাসি-ঠাট্টায় মজেছেন সালমান ও লুলিয়া। যা নিয়ে বি-টাউনে ফের একবার গুঞ্জন শুরু হয়েছে। এখন দেখার কবে দু’জনে এই জল্পনাকে সত্যি বলে ঘোষণা করেন?
মন্তব্য চালু নেই