মামুনুলসহ চার ফুটবলার নিষিদ্ধ

জাতীয় ফুটবল দলের অধিনায়ক মামুনুল ইসলামসহ চার ফুটবলারকে বিভিন্ন মেয়াদে নিষিদ্ধ করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। মিডফিল্ডার মামুনুল, উইঙ্গার জাহিদ হোসেনকে এক বছর, ইয়াসিন এবং সোহেল রানাকে ছয় মাস নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। তবে জাতীয় দলে খেলতে না পারলেও এ সময়ে ঘরোয়া ফুটবলে খেলতে পারবেন তারা।

সাফ চ্যাম্পিয়নশিপে শৃঙ্খলাভঙ্গের দায়ে অভিযুক্তদের বিরুদ্ধে এই সিদ্ধান্ত নেয়া হয়। বুধবার সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেয় ফেডারেশন।

চারজনকে নিষিদ্ধ করার পাশাপাশি আতিকুর রহমান মিশু, ইয়ামিন মুন্না ও শহিদুল আলম সোহেলকে সতর্কতা দেওয়া হবে বলে জানিয়েছে বাফুফে।

শৃঙ্খলাভঙ্গের কারণে আগেই অভিযুক্ত ছিলেন এই সাত ফুটবলার। একই কারণে বিশ্বকাপ বাছাই পর্বের দলে রাখা হয়নি তাদের।

তদন্ত কমিটি সাতজনের বিরুদ্ধে আনা অভিযোগে দাবি করে, দলের ভেতর কলহ সৃষ্টিসহ নানা অনৈতিক কাণ্ডে লিপ্ত ছিলেন তারা। এমনকি ম্যাচের আগে মদ খেতেও পিছপা হননি দেশের প্রতিনিধিত্ব করা এই ফুটবলাররা।



মন্তব্য চালু নেই