সাংবাদিক নাজমুল হুদার বিরুদ্ধে মিথ্যা

মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তির দাবীতে মাগুরায় মানববন্ধন

মাগুরা প্রতিনিধি ॥ আজ রবিবার বাংলাদেশ প্রতিদিনের সাভার প্রতিনিধি সাংবাদিক নাজমুল হুদার মিথ্যা মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তির দাবীতে সারা দেশে মানববন্ধন কর্মসূচির অংশ হিসেবে মাগুরাতেও সাংবাদিকসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠন মানববন্ধন করেছে।

মাগুরা প্রেসক্লাবের আয়োজনে মাগুরা প্রেসক্লাবের সামনে মানবন্ধন কর্মসুচিতে দাড়িয়ে এসময় বক্তব্য রাখেন প্রেসক্লাবের সভাপতি শরীফ আমিরুল হাসান বুলু, সাধারণ সম্পাদক শামীম খানসহ অন্যরা।

এ সময় বক্তারা বাংলাদেশ প্রতিদিনের সাভার প্রতিনিধি নাজমুল হুদার নামে মিথ্যা মামলা ও নির্যাতনের তিব্র নিন্দা জানিয়ে অবিলম্বে নিঃশর্ত মুক্তির দাবী জানান। পাশাপাশি সারাদেশে সাংবাদিকদের উপর নির্যাতন মূলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবী জানান।



মন্তব্য চালু নেই