মামলা থেকে আরিফকে বাদ দেয়ার দাবিতে সমাবেশ

সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়া হত্যামামলার সম্পূরক চার্জশিট থেকে সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীর নাম বাদ দেয়ার দাবিতে নগর ভবন প্রাঙ্গণে সংহতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সিলেট পেশাজীবী পরিষদের ডাকে এ সংহতি সমাবেশ শুরু হয় বৃহস্পতিবার বেলা ১১টায়।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন- বিশিষ্ট ভাষা সৈনিক অধ্যক্ষ মাসউদ খান।

সিলেট পেশাজীবী পরিষদের আহ্বায়ক লেফটেনেন কর্নেল (অব.) আতাউর রহমান পীরের সভাপতিত্বে আরো বক্তব্য দেন- সিলেট জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট নুরুল হক, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মোজাম্মেল হক, ছাত্র ও যুব কল্যাণ ফেডারেশনের চেয়ারম্যান এইচএম আব্দুর রহমান, জমিয়তে উলামার কেন্দ্রীয় সদস্য মাওলানা আব্দুল মালিক চৌধুরী, মানবাধিকার সোসাইটি সিলেট জেলার সভাপতি অ্যাডভোকেট আল আসলাম মুমিন, মাদানি কাফেলার সভাপতি মাওলানা আসলাম রাহমানী, দুর্জয় সামাজিক সংগঠনের সভাপতি কামরুজ্জামান দিপু প্রমুখ।

সংহতি সমাবেশ পরিচালনা করেন- দৈনিক সিলেট সুরমার নির্বাহী সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী দীপু ও সিলেট পেশাজীবী পরিষদের সদস্য সচিব সাংবাদিক নুরুল ইসলাম।



মন্তব্য চালু নেই