মামলাবাজ মোশাররফ করিম

জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম। ইতিপূর্বে বহুরূপী চরিত্রে দর্শকদের সামনে হাজির হয়েছেন এই অভিনেতা। এবার তাকে দেখা যাবে মামলাবাজ চরিত্রে। লার্নেড ফ্রেন্ড শিরোনামের একটি টেলিফিল্মে এমন চরিত্রে অভিনয় করেছেন তিনি।

তুহিন হোসেন পরিচালিত এই টেলিফিল্মের গল্পে দেখা যাবে- মোশাররফ করিম শহর থেকে গ্রামে এসে তার সহকারীকে দিয়ে মানুষকে কথায় কথায় মামলার জালে জড়িয়ে ফেলেন। মামলায় জড়ানো লোকগুলো বিপদ থেকে বাঁচতে আবার মোশাররফের কাছেই ধরণা দেয়। এভাবে এগিয়ে গেছে টেলিফিল্মের কাহিনি।

ঈদুল ফিতরের জন্য নির্মিত এই টেলিফিল্মে মোশাররফ করিম ছাড়াও আরো অভিনয় করেছেন- জুঁই, আ খ ম হাসান, প্রাণ রায়, স্বর্ণা ও নিকুল কুমার। গত ২৯ মার্চ থেকে ১ এপ্রিল পর্যন্ত টাঙ্গাইলের হাটুভাঙ্গার মিরপাড়া গ্রামে চিত্রায়নের কাজ সম্পন্ন হয়েছে।



মন্তব্য চালু নেই