মান্না নিখোঁজ, ভাবীর জিডি
নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না নিখোঁজ জানিয়ে তার পরিবারের পক্ষ থেকে থানায় জিডি (সাধারণ ডায়েরি) করা হয়েছে। মঙ্গলবার দুপুর আড়াইটায় মান্নার ভাবী বেগম সুলতানা বনানী থানায় এ জিডি করেন।
বনানী থানার অফিসার ইনচার্জ (ওসি) ভুঁইয়া মাহবুব হোসেন এর সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, ‘জিডিতে মঙ্গলবার ভোর পৌনে ৫টা থেকে মান্নাকে খুঁজে পাওয়া যাচ্ছে না বলে লিখেছেন বেগম সুলতানা। তিনি জিডিতে বলেছেন, ভোর থেকে অনেক জায়গায় খোঁজাখুঁজির পর কোথাও না পেয়ে তিনি জিডি করেছেন।’
এর আগে মান্নার পরিবারের লোকজন দাবি করে সোমবার রাত সাড়ে ৩টার দিকে তার ভাতিজির বনানীর বাসা থেকে আইনশৃঙ্খলাবাহিনীর সাদা পোশাক পরা সদস্যরা মান্নাকে আটক করে নিয়ে যায়।
তবে আইনশৃঙ্খলা বাহিনী আটকের খবর জানে না বলে দাবি করেছে।
ডিবির সহকারী কমিশনার (মিডিয়া) ইফতেখার বলেন, ‘এ বিষয়ে আমরা জানি না। মিডিয়ার মাধ্যমে আটকের খবর শুনেছি।’
মন্তব্য চালু নেই