মানুষের মতো নাক ডাকে হামিংবার্ড! (ভিডিও)

পৃথিবীর সবচেয়ে ছোটো পাখি হামিংবার্ড। পাখিটি সৌন্দর্যেরও প্রতীক। প্রবল বেগে ডানা ঝাঁপটে পাখিটি উড়ে বেড়ায় এক ডাল থেকে অন্য ডালে। কিন্তু ফুলের মধু খেতে ওস্তাদ এ পাখিটির আরেকটি গুণের কথা এতদিন অজানাই ছিলো প্রাণী বিজ্ঞানীদের।

সম্প্রতি পেরুর এক বিজ্ঞানী আবিস্কার করলেন যে হামিংবার্ড নাকও ডাকতে পারে। তাও আবার মানুষের মতো । তবে মানুষের ক্ষেত্রে নাক ডাকা অন্যের জন্যে বিরক্তিকর হলেও হামিংবার্ডের ক্ষেত্রে তেমনটা নয়।

Male_Ruby_Throated_Hummingbird_In_Green_Background_600 dc_amq_hummingbird_ivory_f_2

দেখুন ভিডিওতে



মন্তব্য চালু নেই