মানুষের তৈরি ‘সুপার ট্রি’ !
সিঙ্গাপুরের “বে” এর বাগানে মানুষের দ্বারা কিছু গাছ তৈরি করা হয়েছে। গাছগুলোর উচ্চতা ৮২ থেকে ১৬৪ ফুট পর্যন্ত বিস্তৃত। তিন বছর আগে ২৫০ একর জমির উপর এই বাগানটি তৈরি করা হয়। বাগানের ভেতরে বিশুদ্ধ পানি, সৌর শক্তি, টেকসই চর্চা এবং বোটানিক্যাল বৈচিত্র্য রয়েছে।
সূত্র: ন্যাশনাল জিওগ্রাফি।
মন্তব্য চালু নেই