মানুষের কল্পনাকেও হার মানাবে যে আমগাছ (ভিডিও)

একটি আমগাছ কতটা জায়গা জুড়ে থাকতে পারে? ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার হরিণমারী এলাকার গাছটি মানুষের কল্পনাকেও হার মানাবে। তিন বিঘা এলাকা জুড়ে বিস্তৃত এই গাছ। বিষ্ময়ের সীমা ছাড়ানো গাছটি দেখতে মানুষ দেশের বিভিন্ন প্রান্ত এমনকি দেশের বাইরে থেকেও আসছে মানুষ।

tree2

দূর থেকে দেখলে মনে হয় একটি ছোট-খাটো আমবাগান কিন্তু কাছ থেকে দেখলে বাড়ে বিস্ময় এত বড় আমগাছ এর আগে দেখেছে কয়জন।

কৃষি বিশেষজ্ঞদের মতে এই গাছটি এশিয়ার সর্ব বৃহত্তম আমগাছ। ঠাকুরগাঁও বিখ্যাত তার নাম ‘সূর্যাপুরী’। চমৎকার স্বাদ, সুমিষ্ট এবং ছোট আঁটি বিশিষ্ট আমটির স্বাদ যিনি একবার পেয়েছেন, তিনিই বারবার ছুটে এসেছেন উত্তরের এই শান্ত জনপদে।

tree3

কেউ আসে বন ভোজনে, কেউ আসে শিক্ষা সফরে, কেউ আসে অলস সময় অতিবাহিত করার জন্য। তবে এ আমের চেয়েও আজ বেশি বিখ্যাত হয়ে আছে, ছবির এই আমগাছটি।

আমগাছটির বিশালত্ব দেখুন নিচের ভিডিওতে:

https://youtu.be/fmYnMGKCdJ8



মন্তব্য চালু নেই